জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট

0
জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট

জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট

আসসালামুয়ালাইকুম বন্ধুরা , আমি বিডি ডিস্কভার ওয়েবসাইট থেকে বলছি। ১৫ই আগস্ট হলো আমাদের দেশের জাতীয় শোক দিবস। আজকে আমি এই দিনটি নিয়ে কথা বলবো। আপনাদের মধ্যে অনেকেই এই দিনটি সম্পরকে যানেনা। যা আমাদের দেশের নাগরিক হিসেবে মানা জায়না। তাই আপান্দের আজকে বঝাতে চেসটা করব যে আজকের এই দিনটি কেনো পালন করা হয় আমাদের এই দেশে। আর কেনোই বা এই দিনটিকে জাতীয় শোক দিবস বলা হয়। আশা করছি এই পোস্ট থেকেই জানতে পারবেন সবকিছু। তো চলুন শুরু করা যাক।

দ্বিধাবিভক্ত পরাধীন জাতিকে সুসংগঠিত করে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা এবং সঠিক নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। অথচ এই কঠিন কাজটি বঙ্গবন্ধু খুব সহজেই করতে পেরেছিলেন।

স্বাধীকার থেকে স্বাধীনতার সংগ্রাম সবই পরিচালনা করেছেন শেখ মুজিবুর রহমান অসীম দক্ষতা ও যােগ্যতায়। তাঁর ছিল মানুষকে উদ্বুদ্ধ করার মতাে অসাধারন বজ্রকণ্ঠ। অনলবর্ষী বক্তা হিসেবে তাঁর বিপুল খ্যাতি ছিল অথচ সবার সেরা আর বাঙালির প্রাণপ্রিয় এই নেতাকে ঘাতকেরা কি নিষঠুরভাবেই না হত্যা করলেন! সেই সাথে ঘাতকেরা শুধু একজন মানুষকেই হত্যা করেনি, হত্যা করেছে। ১৬ কোটি বাঙালির পিতাকে হত্যা করে স্বাধীনতার রক্তিম সূর্যকে হত্যা করেছে সমাজের নিরীহ, অত্যাচারিত, শােষিত, নির্যাতিত সকল মানুষের আশা আকাঙক্ষার সত্য প্রতীককে। ঘাতকেরা বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালাে অধ্যায় রচিত করেছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে। ১৫ই আগস্ট জাতির জীবনের এক কলঙ্কময় দিন। এই দিবসটি জাতীয় শােক দিবস হিসেবে পালন করে বাঙালি জাতি। বাঙালি জাতির জীবনে যে অল্প কয়েকজন মানুষ ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর উদার আহ্বানে একদিন জেগে উঠেছিল সমগ্র বাঙালি জাতি। তিরিশ লক্ষ বাঙালির রক্তে রঞ্জিত এ বাংলাদেশের তিনি হয়ে উঠেছিলেন মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন সকল প্রেরণার উৎস।

পৃথিবীর খুব কম রাজনৈতিক নেতা তাঁর মতাে এত ঈর্ষণীয় জনপ্রিয়তা লাভ করতে পেরেছিলেন। যােজন যােজন দূরের স্বাধীনতার স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। অথচ তাকেই সেনাবাহিনীর বিপদগামী কিছু সামরিক অফিসার কি নির্মমভাবেই না হত্যা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *