ডেঙ্গু কি? ডেঙ্গু কেনো হয় ?

0
ডেঙ্গু কি? আর কেনো হয়ে থাকে? আসুন জেনে নেই

ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাল রোগ যা বেশিরভাগই বসা মৌসুমে দেখা যায়। ডেঙ্গু জ্বর একটি বেদনাদায়ক হোক যা এডিস আপনারা বিস্তৃত হয়। পৃথিবীর বিশ্ব মন্ডলীও অঞ্চলে এর প্রভাব বেশি থাকে।ডেঙ্গু জ্বর ২০০০ সালে প্রথম বাংলাদেশে দেখা দেয় এবং পরিস্থিতি বেশ বিপদজনক ছিল। ডেঙ্গু জ্বর সারা বিশ্বে বৃষ্টিপাত এবং তাপমাত্রা অপরিকল্পিত দ্রুত নগরায়ন ধারা ডেঙ্গু ভাইরাস প্রভাবিত হয়। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী হলো এডিস মশা। এই জেন্টলম্যান সাধারণত, সকালের দিকে এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে তৎপর হয়ে ওঠে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি এবং এ বছর দেশের অন্যান্য জেলাতেও ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুইদিন ধরে ১০ থেকে 12 জন মারা গেছেন যাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। সে ক্ষেত্রে সাধারণভাবেই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। 

 

ডেঙ্গু প্রতিরোধে করণীয় 

 

১, বর্ষায় ডেঙ্গুর প্রকোপারে এ সময় অধিক সতর্ক থাকুন। 

২, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। পুরনো টায়ার টিউব প্লাস্টিকের যেকোনো পাত্র মটকা ব্যাটারি সেল চিপসের প্যাকেট পানি জমাতে দিবেন না। অফিস বা ঘরের আশেপাশে বা ঘরের ভিতর ফুলদানি টপ ফ্রিজের তলায় পরিষ্কার পানি জমতে দিবেন না। 

৩,যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিন। অনেক সময় বাথরুমের পানি বা পাঁচ দিনের বেশি যেন জমা না থাকে। অনেকের এই বাড়ির ছাদে টকসহ অনেক অব্যাহত পাত্র। এগুলো তো জানো পানি জমে না থাকে। 

৪,যথাসম্ভব লম্বা পোশাক করার চেষ্টা করুন বাচ্চাদের লম্বা পোশাক পরিধান করান। 

৫,এডিস মশা মূলত সময় শরীর ভালোভাবে কাপড়ে ঢেকে রাখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *