রমজান নিয়ে স্ট্যাটাস এবং উক্তি

হেলো বন্ধুরা।আসসালামু আলাইকুম।রমজান ২০২৩ নিয়ে উক্তি পোস্টে আপনাদের স্বাগতম।আবারো বছর ঘুরে চলে আসতেছে সবার প্রিয় মাহে রমজান।আপনি যদি রমজান নিয়ে স্ট্যাটাস খুজতেছেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য।তাই আমাদের সাইট-এ আপনাদের স্বাগতম।
বছর ঘুরে আবার আসতে চলছে মাহে রমজান।রমজান মাস মুসলিমদের একটি অত্যন্ত প্রিয় মাস।এটি একটি ফজিলতের মাস।এ মাসে মুসলিম মানুষরা পুরো এক মাস রোজা রাখে। সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রামাদান মাসের জন্য অপেক্ষা করে থাকে।
রোজা বা সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ। মহান আল্লাহ তা’আলা সকল মুসলমান ব্যক্তির জন্য রোজা ফরজ করেছেন। মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। যা লিখে বুঝানো সম্ভব নয়। আল্লাহ তা’আলা বান্দার গুনাহ্ মাফ করার জন্য বিশেষ একটি মাস এই রমজান।
রমজান নিয়ে স্ট্যাটাস
আপনাদের মদ্ধ্যে অনেকেই আছেন যারা রমজান সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস পেতে চান।তাদের সকলকে আমাদের সাইটে স্বাগতম। আপনাদের জন্যে কিছু রমজানের ফেসবুক পোস্টঃ-
১.হে আল্লাহ,,,,তুমি রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।আমিন। সবাইকে রমজানের শুভেচ্ছা।
২.সামনে আসছে মাহে রমজান।হে আল্লাহ,,,,,,আমরা অনেক গোনাগার ব্যাক্তি।মাহে রমজান উপলক্ষে আমাদের সবাইকে মাফ করুন।আমিন।
৩.হে আল্লাহ,,, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।আমিন।
৪.সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে আল্লাহ,,, আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।
৫.আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
রমজানের শুভেচ্ছা বার্তা
আপনাদের মদ্ধ্যে অনেকেই রমজানের জন্য শুভেচ্ছা বার্তা খুজতেছেন।আপনি আপনার প্রিয় মানুষের কাছে মেসেজ করে রমজানের বার্তা পাঠাতে পারেন।
হে আল্লাহ,,,,এই রমজান মাস উপলক্ষে আমাদের সবাইকে মাফ করে দেন।আমিন।
রমজান – বেহেস্তে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং,,, রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে বেহেস্তে প্রবেশের সুযোগ…….. আল হাদিস।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন: আল হাদিস।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়: আল হাদিস।
রোজা মানুষকে আখেরাত মুখী করে: আল হাদিস।
সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন , ভালো কাজে যোগ দিন, রোজা রাখবো ৩০ দিন।
রমজান নিয়ে উক্তি ও বানী এবং হাদিস
ইসলামের স্তম্ভ ৫ টি।তার মদ্ধ্যে রমজান অন্যতম।যার মাদ্ধ্যমে আল্লাহ-এর নৈকট্য লাভ করা যায়।৩০ টি রোজা পালন করে আমরা আল্লাহ তা’য়ালাকে রাজি খুশি করি।
রমজান মাসের ফজিলত সীমাহীন।
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। আল কুরআন।
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত। আল হাদিস।
ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল হাদিস।
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সাজ্জিত করা হয়।আল হাদিস।
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। আল হাদিস।
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। আল হাদিস।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।আল হাদিস।
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম।আল হাদিস।
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে।আল হাদিস।
আসুন আমরা সবাই রোজা রেখে আল্লাহ তা’য়ালাকে খুশি করি।